বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকা নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ্য করেন, সাদেক হোসেন খোকা ছিলেন মুক্তিযুদ্ধকালিন একজন গেরিলা যোদ্ধা। অকুতোভয় একজন সৈনিক এছাড়াও একাধারে তিনি সংসদ সদস্য, মন্ত্রী এবং অবিভক্ত ঢাকার একজন সফল মেয়র।
তারমত একজন জিয়ার আর্দশের সৈনিক হারিয়েছি যা কখনই পুর্ণ হবার নয়। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ মে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এ সময়কালে দেশে তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা হয়। এর কয়েকটিতে তাকে সাজাও দেয়া হয়েছে।