জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আওলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এর নেতৃত্বে বিশ্বের অন্যতম বৃহত্তম জশনে জুলুস মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় নগর ভবন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদ প্রাঙ্গণ হতে প্রতি বছরের ন্যায় জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির উদ্যোগে বিশাল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিটি কর্পোরেশনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সাহেব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, রাসূলে পাক (সা:)কে শুধুমাত্র মুসলিম জাতির জন্য নয় বরং সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের মুক্তির জন্য আল্লাহপাক রহমতাল্লীল আলামিন হিসেবে প্রেরণ করেছেন।
এই বাংলার জমিনে মানুষ যখন দিশেহারা, ঠিক সেই সময় সর্বপ্রথম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর জসনে জুলুস মিছিল পঞ্চদশ শতাব্দীর মোজাদ্দেদ ইমামে রব্বানী আবু নছর সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদী আল মাদানী (রাঃ) প্রতিষ্ঠিত করেছেন।
এ ছাড়াও তিনি বলেন, আজকে মুসলিমরা বহুমুখী ষড়যন্ত্রের শিকার, একদিকে ইহুদিদের চক্রান্ত অন্যদিকে মুশরিকদের চক্রান্ত এবং মুসলিম লেবাশধারী মুনাফিকদের ষড়যন্ত্রে মুসলিমরা কোনঠাসা। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে মায়ানমার, কাশ্মীর ও চীনের উইঘুর প্রদেশে মুসলিমরা অত্যাচার ও নিপীড়নের শিকার।
বাংলাদেশে আজ কোথাও শান্তি নাই, সর্বস্তরে বিশৃঙ্খলা দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকে সয়লাভ। নেতাদের মধ্যে নীতি, নৈতিকতা ও আদর্শের বিন্দুমাত্র রেশ নেই। এর একমাত্র কারণ, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান আদর্শ থেকে বিচ্যুতি। তাই সকলের প্রতি আহ্বান থাকবে, সকল মানব রচিত মতবাদ ভুলে গিয়ে রাসূলেপাক সাল্ললাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে আঁকড়ে ধরে এই সমাজকে কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন, ভাইস চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও আওলাদে রাসূল সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী আল আবেদী, আওলাদে রাসুল সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী, নারায়ণগঞ্জ জেলা জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, হযরত মিন্নত আলী শাহ্ চিশতি (রঃ) জামে মসজিদ ও মাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ্, জেলা জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটির সহ-সভাপতি মোঃ আবদুর রহমান,
সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শ্যামল, যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা হিজবুর রাসূল (দঃ) কমিটি সভাপতি রহমতুল্লাহ সেন্টু, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ নুরুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দপ্তর সম্পাদক এম মনির হোসেন, বাইতুল ইজ্জত জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল বাসেদ, ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ রাহাত হাসান রাব্বী, ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি গোলাম মোস্তাফা প্রমুখ।