বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে চাষাড়া শহিদ মিনার প্রাঙ্গণে ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান শেখ খায়রুল আলম।
এ সময় তিনি বলেন, ১৯৬৮ সালে আমেরিকান সাংবাদিক জন.পি.হ্যারিস পুরুষ দিবস পালনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি নারী দিবস পালনের পাশাপাশি জেন্ডার সমতা রক্ষার স্বার্থে পুরুষ দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন। এখন এই দিবসটি বিশ্বের ৭০টিরও বেশি দেশে পালন করা হয়। আজকের এই পুরুষ দিবসে বাংলাদেশ মেন’ স রাইটস ফাউন্ডেশন পুরুষ নির্যাতন দমন আইন পাশের আমরা দাবী জানাচ্ছি।
আজ ঘরে বাহিরে সব জায়গায় পুরুষরা নির্যাতিত হচ্ছে, কিন্তুু আন্তসম্মানের জন্য প্রকাশ করতে পারছে না। আবার আইন না থাকায় আইনের আশ্রয় নিতে পারছেনা তারা। বাংলাদেশ মেন’ স রাইটস ফাউন্ডেশন সবসময় অন্যায়ের প্রতিবাদ করছে সবসময় নির্যাতিত অবহেলিত পুরুষ ভাইদের সাথে ছিলো, আছে থাকবে এবং নির্যাতিত ভাইদের সবধরনের সহযোগীতা করবে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ঢাকা মহানগর শ্রমিক লীগ নেত্রী জাহানারা বেগম, এড. নুরজাহান বেগম, সংগঠনের উপদেষ্টা এড. কাউছার হোসেন, ঢাকা মহানগরের আহবায়ক তাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাজেদ ইবনে আজাদ, লিটন গাজী, মোশারফ হোসেন, ইয়াসিন, আনোয়ার হোসেন, মুজিবর রহমান, ডাঃ মহিউদ্দিন, মোঃ আরিফ সহ সংগঠনের সদস্যবৃন্দ।