বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে সোনারগাঁ থানা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ নভেম্বর) বাদ আছর সোনারগাঁ বিসিক শিল্প নগরী এলাকায় এ আয়োজন করা হয়।
এ সময় আলোচনা সভায় জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তারেক রহমান অবিচল তিনি রাজনৈতিক অঙ্গনে চিন্তাশীল এক প্রজন্মের প্রতীক। আজ থেকে ৫৫ বছর পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন ।
তিনি দেশ ও দলের কথা চিন্তা করে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার এই আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে বর্তমান অবৈধ সরকার তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে দেশে আসতে বাধা প্রদান করছে। অথচ ঔসব মামলার ন্যূনতম প্রমাণাদি ছাড়াই জোরপূর্বক রায় দিচ্ছে।
অথচ তার কর্মের মধ্য দিয়ে দেশের আপমর জনসাধারণের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। এখন এদেশের মানুষের আশা আকাংখার প্রতীক হয়ে দেশ ও দলের সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমান ক্ষমতাসীনরা ভাল করে জানেন তারকে রহমানকে এদেশের সাধারণ জনগণ তাদের নেতা হিসেবে গ্রহণ করে বাংলাদেশের ভবিষ্যত রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চায়।
তিনি আরও বলেন, প্রিয় নেতার এই জন্মদিনে আমাদের শপথ নিতে হবে প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়াকে এই জালিমের কারাগার থেকে আমাদের মুক্ত করতে হবে। সেই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিলাদ ও দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলো সোনারগাঁ থানা ছাত্রদলের নেতৃবৃন্দ।