নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বাদ আছর নগরীর মাসদাইর কবরস্থানে নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সী মালিক সমিতির নব নির্বাচিত কমিটির উদ্যোগের তার সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
নব-নির্বাচিত এ কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আজমেরী ওসমান। এ সময় নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সমাধিতে শ্রদ্ধা এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মধ্যদিয়ে কমিটির কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের অন্যতম উপদেষ্টা মো: মাহমুদ তরিকুল হাসান লিমন, সভাপতি মনির হোসেন, কার্যকরী সভাপতি নূর মোহাম্মদ, সহ সভাপতি আবুল হোসেন মিঠু, হাজী রফিকুর ইসলাম, দীন ইসলাম খোকা, সাধারন সম্পাদক আবুল হাসেম রিংকু, যুগ্ম সম্পাদক মো: সামছুজ্জামান রকি, সাংগঠনিক সম্পাদক একে ইমন,
কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ ওমর ফারুক। প্রসঙ্গত, বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির কারনে এবং সকল মালিকদের অনুরোধে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বাতিল করে নতুন এ কমিটি গঠন করা হয়।