নারায়ণগঞ্জে সরকারী জমিতে লিজ নেয়ার পর প্রতিপক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় দেয়াল ভাংচুরসহ দুজনকে পিটিয়ে আহত করা হয়। শহরের ২নং রেল গেইটস্থ ৫৫, নতুন ৮১/৫ বিবি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এব্যাপারে একই এলাকার আক্কাস আলীর ছেলে মো. শেখ মোয়জ্জেম হোসেন (লিজ প্রাপ্ত) ৪ জনের নাম সহ অজ্ঞাত ২/৩ জনকে বিবাদী করে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। বিবাদীরা হলেন, মৃত আঃ করিরে ছেলে সায়েদ আলী (৬০), সায়েদ আলীর ছেলে সোহান (৩০), জামান (৪০), ৫০ নং সোনাতন পাললেন এলাকার শামীম (৪৫)।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ ২ নং রেল গেইটস্থ ‘‘ম’’ খন্ড খতিয়ান এসএ-৭৫৮, আরএস ৫৬২, দাগ নং ৪১৮, আরএস ৬১৬ এবং জমির পরিমান ০.০৬৫৪ শতাংশ ।
যা মো. শেখ মোয়জ্জেম হোসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক নিকট আবেদন দিয়ে লিজ প্রাপ্ত হয়ে ভোগ দখলে করছে। ওই জমিতে দেয়াল নির্মাণধীন সময় বিবাদীরা অনুপ্রবেশ করে দেয়াল ভাংচুর করে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে।
ওইসময় দুই কর্মচারী বাধা প্রদান করলে এলোপাথারিভাবে তাদের হাতে থাকা লোহার রড, বাঁশের লাঠি দিয়ে কর্মচারীদের পিটিয়ে আহত করে। এছাড়াও যদি পুনরায় উল্লেখিত জমিতে দেয়াল র্নিমাণের চেষ্টা করে তাহলে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়।