ফতুল্লা থানা আওয়ামীলীগের পুনরায় সভাপতি এম.সাইফু উল্লাহ বাদল ও সাধারন সম্পাদক এম.শওকত আলীকে নির্বাচন করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) ফতুল্লা থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে তারা নির্বাচিত হন।
এসময় ফতুল্লা থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড.আবু হাসনাত মোঃ শহীদ বাদল, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪ আসনের সাংসদ শামীম ওসমান।
নব-নির্বাচিত ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম.সাইফুল্লাহ বাদল বলেন, আমাদের প্রান প্রিয় নেতা এ.কে এম শামীম ওসমানের পিছনে থেকে আন্দোলনকে বেগবান করে সমগ্র বাংলাদেশে আওয়ামীলীগকে এগিয়ে নিয়ে যেতে চাই ফতুল্লা আওয়ামীলীগে কাজ করে।
সাধারণ সম্পাদক এম.শওকত আলী বলেন,আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন সে দায়িত্ব সচারুপে করতে পারি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত সকল কর্মকান্ড যেনো পরিচালিত করতে পারি এবং আমাদের নারায়নগঞ্জ সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে নারায়নগঞ্জ উন্নয়নে অতিতের ন্যায় পরিচালনা করার চেষ্টা করবো আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য।
ফতুল্লা থানা আওয়ামী লীগেত ত্রি-বার্ষিক সম্মেলনটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি চন্দন শীল,মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড.খোকন সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক ড.আবু জাহের,দপ্তর সম্পাদক এম.এ রাসেল,মহানগর আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক শাহ নিজাম ,সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,বন্দর থানা আওয়ামীলীগ সভাপতি এম.আব্দুর রশিদ,সাধারন সম্পাদক কাজিম উদ্দীন প্রধান,
ফতুল্লা ইউপি চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন,এনায়েত নগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, শহর যুবলীগের সভাপতি সাহাদাৎ হোসেন সাজনু সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।