নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, বর্তমান সরকার পিছিয়ে পরা নারীদের সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। সমাজের বিভিন্ন অবদানের জন্য নারীদের তুলে এনে তাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্যই জয়িতা অন্বেষন।
এর ফলে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এবং অন্যদেরও এগিয়ে আসার অনুপ্রেরণা সৃষ্টি করছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসকে কেন্দ্র করে জয়িতাদের সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,ঘরে বাইরে নারীরা ভালভাবে দায়িত্ব পালন করছে। শিক্ষা,স্বাস্থ্য, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, সশস্ত্রবাহিনীসহ সকল পেশাতেই আজ নারীর অবাধ পদচারণা। নারীদের পেছনে ফেলার কোন সুযোগ নেই। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
জসিম উদ্দিন বলেন, এই পৃথিবীতে মায়েরা সবচেয়ে বেশি কষ্ট করে। কেননা তারা দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারন করেন। অথচ পরিবারের ছোট ছোট বিষয় নিয়ে একটু ঝগরা হলে তা মেনে নিতে চাননা। অনেক সময় ননদেরা আঘাত দিয়ে কথা বললে তা সহ্য করতে পারেন না।
কিন্তু এর চেয়ে বড় কষ্ট তারা পার করেন। মায়েদেরকে ধৈর্যশীল হতে হবে। নারায়ণগঞ্জের ইতিহাস অনেক মায়েরাই জানেন না। ১৯২১ ও ২২ সালে যখন বৃটিশরা হামলা করেন তখন এই নারায়ণগঞ্জের মায়েরা তাদের গলার হার খুলে দিয়েছে এখানকার মানুষকে মুক্ত করার জন্য। আপনাদেরকে সেই ইতিহাস জানতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সেলিম রেজা, এডভোকেট নুরজাহান প্রমুখ।