নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৬ হাজার ১’শ লিটার বিমানের চোরাই জ্বালানী তেল সহ একজনকে আটক করেছে র্যাব-১১ এর অভিযানিক দল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা রোড বারমা স্ট্যান্ড ও সুমিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
আটককৃতর নাম ইসমাইল ওরফে রিপন (৪৪)। এ সময় চোরাই কাজে ব্যবহৃত দুটি পিক-আপ ভ্যানও জব্দ করা হয়েছে।
র্যাব-১১’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, আটক ইসমাইল ওরফে রিপন বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে বিমানের জ্বালানী তেল সংগ্রহ এবং মজুদ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছিল।
তিনি আরো জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে যা বিভিন্ন সময় পত্র পত্রিকায় খবর ও অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে। উভয় ডিপো হতে প্রতিদিন শত শত ট্যাংক লড়ি তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়।
এসব লড়ির কিছু অসাধু চালক ও হেলপার নাম মাত্র মূল্যে চুরি করে ধৃত চোর চক্রের কাছে তেল বিক্রি করে দেয়। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে তা সরবরাহ করে। এই তেল ব্যবহার করে গাড়ির ইঞ্জিনের ব্যাপক ক্ষতি সাধন করা হচ্ছে।