বিজয় দিবসের র্যালী চলকালিন পুলিশের উপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলা নং-৩৯ (১৬/১২/১৯) এবং পেনাল কোড আইনের ১৪৭/১৮৬/৩৩২/৩৫৩/৪২৭/৩৪ ধারা তৎসহ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)এ মামলা করা হয়।
মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২ থেকে ৩শ জনকে আসামী করা হয়।
এজাহার ভুক্ত আসামীরা হলো, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু,
যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, বিএনপি নেতা আকরাম প্রধান, মহানগর ছাত্র দলের নেতা লিংকন, মঞ্জু, নুর এলাহী সোহাগ ওরফে রাকিব, স্বপন মিয়া, কামরুল হাসান, মামুন।
এদিকে, সোমবার (১৬ ডিসেম্বর) ঘটনাস্থল থেকে নুর এলাহী সোহাগ ওরফে রাকিব, স্বপন মিয়া, কামরুল হাসান, মামুনকে গ্রফেতার করে পুলশি। পরে ঔ দিন রাতে অভিযান চালিয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশের একজন ইন্সপেক্টরসহ পুলিশের কয়েকজন অফিসার মারধর করাসহ বিভিন্ন অভিযোগে বিএনপিসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।