প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লার উপজেলার ইউএনও নাহিদা বারিক বলেছেন, আপনার সন্তানকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে আকৃষ্ট করতে হবে। আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন ওরা কোথায় যাচ্ছে কার সাথে মেলামেশা করছে।
একটি মাদকসেবী সন্তান তার পরিবারের জন্য কতটুকু ভয়ঙ্কর তা তার পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ জানেনা। আপনার ছেলে-মেয়ের লেখাপড়া বন্ধ করবেন না। বাল্যবিবাহে পা দিবেন না।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় ফতুল্লা লালপুর কানন প্রিক্যাডেট এন্ড হাইস্কুলের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
কানন প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের পরিচালক মহিউদ্দিন রানা’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা বাজার কমিটির সভাপতি কাজী দেলোয়ার হোসেন,
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান, সমাজসেবক গোলাম নবী সেলিম, মোঃ নাসিরউদ্দিন, রেজাউল করিম খোকা। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক ও কানন প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের সদস্য এ.আর কুতুবে আলম এর সঞ্চালনায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, কানন প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের অধ্যক্ষ এড. আলমগীর হোসেন।
আলোচনা শেষে কানন প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা দেশত্ববোধক গান ও নাটক পরিবেশন করেন।