রূপগঞ্জের দাউদপুরে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এলাকার শ্যামল নামের এক লম্পট। রোববার (২২ ডিসেম্বর) উপজেলার দাউদপুর ইউনিয়নের খাস দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্ত শ্যামল একই এলাকার খোরশেদ আলমের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, রোববার সকালে ওই শিক্ষার্থীর পিতা-মাতা মেয়েকে বাড়িতে রেখে বেলদী মাদ্রাসায় জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) আনতে যান। এই সুযোগে একই এলাকার খোরশেদ আলমের ছেলে লম্পট শ্যামল ঘরে ঢুকে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় তার মেয়ের ডাক-চিৎকারে খালাতো ভাইয়ের স্ত্রী এগিয়ে আসলে শ্যামল পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।