লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকার ফাইনালে রোববার রাতে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে খেলবে পেরু। রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত ২টায় শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে দুদল।
সর্বশেষ ২০০৭ সালে শিরোপা জেতা ব্রাজিল দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই এবারের আসরে দুর্দান্ত খেলছে। আসরে এ পর্যন্ত ব্রাজিলের জালে কোনো বল যেতে পারেনি। গোল না খেয়েই টুর্নামেন্ট শেষ করতে চায় তিতের শিষ্যরা। বিগত চারবার কোপা আমেরিকা আয়োজন করে প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ঘরের মাঠে নবম শিরোপা জয়ের জন্য মরিয়া সেলেসাওরা।
অন্যদিকে ৪৪ বছর পর তৃতীয় শিরোপা ঘরে তুলতে চায় পেরু। ১৯৭৫ সালে নিজেদের দ্বিতীয় ও সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জেতা পেরু গ্রুপ পর্বে ব্রাজিলের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়।
তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় পেরু। সর্বোচ্চ ১৫ বার চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারানোর পর সেমিফাইনালে গেল দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে ফাইনালে উঠে গার্সিয়ার শিষ্যরা।
এদিকে ব্রাজিলের সাও পাওলোয় শনিবার চিলিকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।