দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম:
নতুন বছরের প্রথম দিন সারাদেশের শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরাও বছরের প্রথম দিন নতুন ও ঝকঝকে বই হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত।
বছরের প্রথম দিনে সরকারের দেয়া ৮ লাখ ২ হাজার নতুন বই পেলেন সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমল মতি শিক্ষার্থীরা।
সকালে বই বিতরন উৎসব উদ্ধোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান।
এবার সোনারগাঁয়ে ১১৩ সরকারী ও ১০২ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ২ লাখ ২৭ হাজার ৪৫৯ টি নতুন বই বিতরন করা হয়েছে।
এছাড়া উচ্চ মাধ্যমিকে সরকারী বে সরকারী মিলিয়ে ৩০ টি বিদ্যালয় ও ১০টি মাদ্রাসায় ৫ লাখ ৭০ হাজার বই বিতরন করা হয়েছে।