দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ
ফতুল্লার চর কাশিপুর এলাকা থেকে টিপু হাওলাদার নামে চালককে ছুরিকাঘাত করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে নেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত টিপুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খানপুর ৩শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (৪ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোচালক টিপু বরিশালের সাহেবের হাট থানার দিদারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। সে কাশিপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় মামুনের বাড়িতে ভাড়া থাকতো।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ এর সত্যতা নিশ্চিত করে বলেন, টিপু হাওলাদারের পিঠে ও কোমরে দুটি ছুরিকাঘাত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খানপুর হাসপাতাল থেকে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের সন্ধানে তদন্ত চলছে।