সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হরতাল নামক অস্ত্রে মরিচা ধরে গেছে। এটা কার্যকারিতা হারিয়েছে। জনগণ এ ধরনের কর্মসূচিতে আর সাড়া দেয় না। রোববার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম রাজনৈতিক দলগুলোর অর্ধদিবস হরতাল পালন সম্পর্কে মন্ত্রী এসব কথা বলেন।
রোববার ক্ষমতাসীন আওয়ামী লীগের
সভাপতিমণ্ডলীর সভা
শেষে
এর
কার্যালয়ে এক
সংবাদ
সম্মেলনে ওবায়দুল কাদের
বলেন,
‘গ্যাসের মূল্যবৃদ্ধি বাস্তবসম্মত। গ্যাসের মূল্যবৃদ্ধির পরও
ভর্তুকি দিতে
হবে।’
স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সম্পর্কে আওয়ামী
লীগের
সাধারণ
সম্পাদক বলেন,
‘দলের
ডিসিপ্লিন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া
হবে।
এ
বিষয়ে
ওয়ার্কিং কমিটির
মিটিংয়ে সিদ্ধান্ত হবে।’
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান ২১ জুলাই শুরু হবে। তবে এর আগে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। ১৫ আগস্টকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি, জাতীয় সম্মেলনের সাংগঠনিক প্রস্তুতি ও অন্যান্য বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ। ইউএনবি।