দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লার গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলায় আটক রাজন (২০) কে ৩ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে আদালত।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করে। রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহোসীন এর আদালত আসামীর তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামী হলো- ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার মো. শাহীন উদ্দিনের ছেলে রাজন (২০)।
এর আগে আসামী রাজন গত ৩০ ডিসেম্বর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন বাতিল করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।
উল্লেখ্য, গত বছরের ২৮ আগস্ট রাত ৮টার সময় ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন জোড়াপুল এলাকার মুদি দোকান থেকে গার্মেন্টস কর্মী সাথী আক্তার(১৫) সরিষার তেল কিনে বাসায় ফেরার পথে, একি এলাকার বখাটে শান্ত, শুভ ও রাজন সহ অজ্ঞাত একাধিক বখাটেরা তাকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং ধর্কাষনের কথা কাউকে না বলার হুমকি দিয়ে চলে যায়।
ধর্ষণের শিকার সাথীর স্বজনেরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনায় ভুক্তভোগি সাথীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৯(৮)১৯।