দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁর লাদুরচর এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে নয়ন নামের এক ব্যক্তিকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক ভেকু চালককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকায় দীর্ঘ দিন ধরে ওই ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন ইজারা ছাড়াই কৃষকের ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে।
এ নিয়ে স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়েরের পর মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে নয়ন মিয়া নামের এক ভেকু চালককে আটক করা হয়।
পরে তাকে উপজেলা পরিষদ কার্যালয়ে এনে ভ্রাম্যমান আদালত পরিচালনা ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত নয়ন আড়াইহাজার উপজেলার নেয়াদ্দা গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।