দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মুজিব বর্ষ উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, র্যালী ও স্থির চিত্র প্রদর্শন করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী) সকালে উপজেলা আওয়ামী লীগ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তাবক অর্পন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখান থেকে একটি বিশাল র্যালী নিয়ে পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত একটি স্থিরচিত্র প্রদর্শনীতে অংশ গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি সোহেল রানা, সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি,
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য নুরজাহান, মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, পৌর আওয়ামীলীগের আহবায়ক গাজী আমজাদ, আওয়ামীলীগ নেতা মামুন আল ইসমাইল, মোতালেব হোসেন স্বপনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।