দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লার ইজি বাইক চালক হত্যা মামলায় এক আসামীকে দুই দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি)সকালে ফতুল্লা থানা পুলিশ আসামীকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহোসীন এর আদালত দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ডপ্রাপ্ত আসামি হলো ফতুল্লা থানার কাশীপুর খিল মার্কেট এলাকার হারুন অর রশিদ এর ছেলে আল- আমিন (২৩)। সে ঔ এলাকার শহীদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ।
এবিষয়ে কোর্ট পুলিশ পরির্দশক আসাদুজ্জামান বলেন, উক্ত আসামির সাথে জড়িত অপরাপর আসামীদের সনাক্ত ও গ্রেফতার এর লক্ষে আসামিকে বিজ্ঞ আদালতের নির্দেশে ২ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মো. টিপু হাওলাদার ফতুল্লা থানার কাশীপুর খিল মার্কেট এলাকার শহীদের বাড়ীর ভাড়াটিয়া। টিপু পেশায় ইজি বাইক চালাক ছিলো।
গত ৫ জানুয়ারি বিকাল ৫ টায় মুন্সিগঞ্জে মুক্তারপুর ব্রীজের দক্ষিণ পাশে পূর্ব চরকাশিপুর মিসবাহুল মিল্লাত মাদ্রাসার হাটখোলা গামী রাস্তার উপর উক্ত আসামী সহ অপরাপর অজ্ঞাত আসামীরা টিপুর পিঠে ছুরির আঘাত করে ইজি বাইক চুরি করে পালিয়ে যায়।পরে নিহতের বড় ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।