দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লা সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তারকৃত তিন ভূয়া র্যাবকে দুই দিনের পুলিশ রিমান্ড দিয়েছে আদালত ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ফতুল্লা থানা পুলিশ ভূয়া তিন র্যাবকে ৭দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল মোহসীনের আদালতে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলো কুমিল্লার ব্রাক্ষনপাড়ার মৃতঃ আব্দুল মালেকের ছেলে মোঃ আব্দুল হালিম(৫০), দেবীদ্বারের মৃতঃ আরব আলীর ছেলে মোঃজামাল হোসেন(৪০) ও পটুয়াখালীর কলাপাড়ার মৃতঃ নোয়াব আলী খলিফার ছেলে মনছুর আলী।
আসামীদের রিমান্ড সত্যতা নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর মোঃআসাদুজ্জামান বলেন,ভূয়া ৩ র্যাবের ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুললে আদালত রিমান্ড শুনানি শেষে তাদের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
এজাহার সূত্রে জানা যায়,র্যাবের-১০ যাত্রাবাড়ী অধীন ডিউটি কালীন গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড অবস্থিত ইসলামিয়া আই কেয়ার হাসপাতালের সামনে থেকে ৩ ভূয়া র্যাবকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে একটি রিভালবার, একটি শুটারগান, ১০টি ইয়াবা ট্যাবলেট, ৪ রাউন্ড কার্তুজ, একটি সুইজ গেয়ার চাকু, ওয়াকিটকি, হাত কড়া, র্যাব জেকেট, খেলনা বন্দুক ও মাইক্রো বাস জব্দ করা ।