দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে সালাহউদ্দিন কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ এবং মজিদ- আয়শা দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবধর্ণা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী শনিবার সকাল ১০টায় বন্দর উপজেলার ফরাজিকান্দা ও পুরান বন্দর এলাকায় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এ সংবধর্ণা অনুষ্ঠিত হয়।
সংবধর্ণা অনুষ্ঠানে কলাগাছিয়া ইউনিয়ন সাবেক ১নং, ২নং ও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কুতুব উদ্দিন প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে অগ্রনি ভূমিকা পালন করে আসছে। বছরের ১ম দিনে শিক্ষার্থীদের কাছে তিনি বিনামূল্যে বই তোলে দিচ্ছেন। লেখাপড়া ছাড়া কোন জাতি উন্নত শিখরে পৌছতে পারেনা। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষৎ। তাই লেখাপড়ার কোন বিকল্প নেই।
সালাহউদ্দিন কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমীন ফারজানার সভাপতিত্বে সংবধর্ণা অনুষ্ঠাস্প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মীরকুন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন স্কুল পরিচালনা কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোহাম্মদ হোসেন ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ রবিউল আউয়াল রবি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম,অভিভাবক প্রতনিধি মোঃ ওয়াহিদ ও সানজিদা ইসলাম নিলাসহ শিক্ষক/শিক্ষিকা বৃন্দ। প্রমুখ।
এ ছাড়াও একই দিনে একই সময়ে পুরান বন্দর মজিদ-আয়শা দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় সংবধর্ণা অনুষ্ঠিত হয়েছে। মজিদ-আয়শা দাখিল মাদ্রাসা সভাপতি মোঃ আলীহোসেন মোল্লার সভাপতিত্বে সংবধর্না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আয়াতুল্লাহ-আল-ফারুক, সহ-সুপার মাওলানা হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, সালাউদ্দিন মিলন, রাজিব আহাম্মেদ, মাওলানা সিদ্দিকুর রহমান, আমজাদ হোসাইন, আসমা আক্তার, আরবী আক্তার, আমেনা আক্তার, শাহানাজ আক্তার, মাসুদুর রহমান আকরাম মোল্লা আয়সা আক্তার, শাহেদ মাহামুদ, আব্দুল মান্নান প্রমুখ।