দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে স্বাস্থ্য সেবা সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) সকালে এসব সামগ্রী প্রদান করা হয়।
এ সময় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল থেকে ৪২৫জন ভাতাভোগী মা ও শিশুদের এ স্বাস্থ্য সেবা সামগ্রী প্রদান করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা আনিসা খাতুন, সহকারী প্রোগ্রামার কর্মকর্তা ফাতেমা-তুজ জান্নাত ও ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর শাহানারা আক্তার আঁচল সহ ভাতাভোগী নারী ও শিশুরা।