দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স মহিলা কলেজের কাছে আন্তঃ কলেজ বিভাগীয় ভলিবল টুর্নামেন্টে ধরাশাই ভিকারুন্নেসা নুন কলেজ।
ঢাকা মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা পর্যায়ে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ নারায়ণগঞ্জ তোলারাম কলেজকে পরাজিত করে। পরে বিভাগীয় জোনে মুন্সিগঞ্জ কলেজকে পরাজিত করে তারা ঢাকা বিভাগে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
ঢাকা বিভাগে ভিকারুন্নেসা নুন কলেজের সাথে ৩১ শে জানুয়ারী প্রতিদ্বদ্ধিতা করে। সেখানে ৩টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় সোনারগাঁ উইমেন্স কলেজ ভিকারুন্নেসা কলেজকে পরাজিত করে। পরে ভিকারুন্নেসা নুন কলেজ ২য় খেলায় কাজী ফজলুল হক উইমেন্স কলেজকে পরাজিত করে।
৩য় ও শেষ খেলায় কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ভিকারুন্নেসা নুন কলেজকে ৭/১৫তে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর আগে গত ২০১৭ সালে আন্তঃ কলেজ বিভাগীয় ভলিবল টুর্নামেন্টে কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ভিকারুন্নেসা নুন কলেজকে পরাজিত করেছিল।
ভলিবল টুনামেন্টে চ্যাম্পিয়ার হওয়ায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান তাদের অভিনন্দন জানিয়েছেন।