দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ উপজেলার সাদিপুর গ্রামের আলী হোসেনের বাড়িতে বুধবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ সহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের আলী হোসেনের বাড়িতে বুধবার রাত ৩টায় ১০/১২ জনের একদল মুখোশদারী ডাকাত দল হানা দেয়। ডাকাত দল প্রথমেই অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত পা বেধে ফেলে। পরে ঘরের আলমারিতে থাকা ৮/৯ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা সহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসানউল্লাহ। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ সহ সকলের সাথে কথা বলেছি। জড়িত ডাকাতদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।