দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ উপজেলার পেচাইন এলাকায় এশিয়ান রাস্তার উপর পরিবহন থামিয়ে দাবীকৃত চাঁদা না পেয়ে ১৯ টি খাসি ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ৭ টি খাসিসহ তাদের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৬ শে ডিসেম্বর বুধবার একটি সংঘবদ্ধ চাঁদাবাজদল একএিত হয়ে বিভিন্ন পরিবহন থামিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করে। গত বুধবার রংপুর থেকে কুমিল্লাগামী একটি যাএীবাহি বাসের গতিরোধ করে উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন ব্রিজ সংলগ্ন রাস্তায় গাড়ীর চালকের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে চাঁদাবাজরা।
তাদের দাবীকৃত চাঁদা না পেয়ে চালক ও হেলপারকে অস্ত্রের মূখে জিম্মি পিটিয়ে আহত করে। এসময় গাড়ীতে থাকা এক যাএীর ১৯ টি খাশী ছিনিয়ে নিয়ে তাদের সাথে আনা পিকআপে করে পালিয়ে যায় চাঁদাবাজরা।
এ ঘটনায় ছিনতাই হওয়া খাসির মালিক তাহের আলী বাদী হয়ে তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগের ভিত্তিতে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসানউল্লাহর নেতৃত্বে বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে গতকাল রাতে নবী হোসেন, ইমরান মিয়া ও নাঈম ইসলাম নামের ৩ চাঁদাবাজকে আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে ছিনতাই হওয়া ১৯ খাসীর মধ্যে তাদের হেফাজতে থাকা ৭ টি খাসী উদ্ধার করা হয়েছে। আটককৃত নবী হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়ন ভারগাও চৌরাপাড়া গ্রামের জব্বার মিয়ার ছেলে এনং ইমরান মিয়া, নাঈম ইসলাম একই এলাকার কোড্ডাবাড়ী গ্রামের হাসান আলী ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, আটককৃত চাঁদাবাজদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।