দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন সংবাদ সম্মেলন করবেন। যাদের জন্য সংবাদ সম্মেলন সেই সাংবাদিক নাই। কারন জানা গেছে একটি প্রেস ক্লাবের সাংবাদিকদের দাওয়াত দেয়া হয়েছে। যাদের দাওয়াত দেয়া হয়েছে তারা কেউই সংবাদ সম্মেলনে যাননা। অবশেষে মাঠ পর্যায়ে কর্মরত ৬ জন সাংবাদিক এসে উপস্থিত হলে সাংবাদিক সম্মেলন শুরু।
মাঠ পর্যায়ের এক সাংবাদিক ডিসির দৃষ্টি আকর্ষণ করে বলেন,যারা মাঠ পর্যায়ে কর্মরত সেই সব সাংবাদিকদের দাওয়াত দেননি বলে আজ সাংবাদিক নাই। ডিসি বলেন আগামীতে এ বিষয়টির প্রতি খেয়াল রাখবো।
শনিবার (৭ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে টেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই উপলক্ষে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
সেখানে জেলা প্রশাসন,জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত হলেও যাদের জন্য আয়োজন সেই সাংবাদিক নেই। অবশেষে একেক করে ৬ জন মাঠ পর্যায়ের সাংবাদিক উপস্থিত হলে ডিসি সংবাদ সম্মেলন শুরু করেন তখন তিনি হাফ ছেড়ে বাচেঁন।