দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল জালিয়াতি মামলায় কারাগারে।
বুধবার (১১ মার্চ) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আতœসমর্পন করে জামিন চাইলে বিজ্ঞ বিচারক জামিন না মন্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী আব্দুল হাই কেনু জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন, জমিজমা নিয়ে জালিয়াতের আশ্রয় নেয়ায় নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে কোর্টে মামলা করি। মামলা নং- ২৬১। সেই মামলায় আতœসমর্পন করে জামিন চাইলে বিজ্ঞ বিচারক জামিন না মন্জুর করে প্রতারক বাবুল কে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য নজরুল ইসলাম বাবুল প্রথমে ওয়ার্ড মেম্বার ছিল। মিলন মেহেদী চেয়ারম্যান পদ হারালে নজরুল ইসলাম বাবুল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে জড়িত নজরুল ইসলাম বাবুল।
এলাকাবাসী জানান নজরুল ইসলাম বাবুল বিএনপির নেতা হলেও তিনি রাজাপুর ছেড়ে বক্তাবলী ঘাট এলাকায় এলে আওয়ামী লীগার বনে যান।আওয়ামী লীগের শীর্ষ নেতার সাথে সুসম্পর্ক রক্ষা চলেন। নজরুল ইসলাম বাবুলের কারাগারের সংবাদে বক্তাবলী জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।