দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শহরের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়ক দখল করে দীর্ঘদিন যাবত নির্মাণ সামগ্রী ফেলে রাখা হলেও নাসিক ও জেলা প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা।ফলে সর্বসাধারণ কে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা যায়,চাষাড়া নূর মসজিদের পূর্ব পাশে সমবায় মার্কেটের দক্ষিণ পাশে বহুতল ভবন নির্মাণ করছেন গুরুদাস সাহা নামে একব্যক্তি। তিনি দীর্ঘদিন যাবত ফুটপাতের রাস্তা দখল করে বালু ও পাথর ফেলে রেখেছেন। এতে করে জন সাধারনকে চলাচলে যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে।
জায়গার মালিক হচ্ছেন নাসিক মেয়রের ঘনিষ্ঠ জন। সেজন্য দিনের পর দিন মেইন রোড দখল করে রাখলেও সেটি সরিয়ে ফেলতে কোন উদ্যোগ নেননি। অথচ চাষাড়ায় হকাররা বসলে তিনি বিশাল বাহিনী পাঠিয়ে হকার উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেন। এখন তার লোকজন না দেখার ভান করে আছে। জমির মালিক গুরুদাস সাহা ধরাকে সরাজ্ঞান করে সরকারী রাস্তা দখল করে নির্মান সামগ্রী ফেলে রেখেছেন। সিটি কর্পোরেশন একেবারেই উদাসীন ও নীরব ভূমিকা পালন করছে।এতে করে পথচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসস্তোষ বিরাজ করছে।
অপর দিকে জেলা প্রশাসন ও রহস্য জনক কারনে নীরব ভূমিকা পালন করছে। তারা হকার উচ্ছেদে পারদর্শী হলেও দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হলেও তা উচ্ছেদে চরম অনিহা রয়েছে।
অবিলম্বে গুরুদাস সাহা কর্তৃক জনগনের রাস্তা দখলমুক্ত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান ভুক্তভোগী মহল।