দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার মুক্তি’তে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানান মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন। সেই সাথে তার সুস্থতা কামনা সহ করোনাভাইরাস থেকে সকলকে মুক্তির জন্য দেশবাসী সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এক বিবৃতিতে তিনি এ দোয়া কামনা করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, দেশবাসীর প্রানের দাবি ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি। তিনি ২ বছরের অধিক সময় সরকারের পাতানো মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন।
তিনি কখনই অন্যায়ের কাছে আপোষ করেননি। যারফলে ৭৫ বছর বয়সেও তাকে মিথ্যা মামলায় জেলে থাকতে হয়েছে। তার মুক্তি সরকারের শুবুদ্ধির উদয় হয়েছে। আমি তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। পাশাপাশি মরণব্যাধি করোনাভাইরাস থেকে আল্লাহ পাক যেন সকলকে মুক্ত রাখেন সেই কামনায় করছি।