দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ প্রায় সাড়ে ২৫ মাস পুর্বে দুর্নীতি মামলায় দন্ড প্রাপ্ত হয়ে কারাগারে জান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। অবশেষে বিশেষ বিবেচনায় শর্তসাপেক্ষে মুক্তি পেলেন তিনি। তার মুক্তির খবর শুনে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢল নামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সামনে।
বহু দিন পর দলের সভা নেত্রীকে এক নজর দেখার জন্য। আর এই সুযোগ থেকে নিজেদের বঞ্চিত রাখতে পারেনি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খাঁন সেন্টু ও যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।
বুধবার (২৫ মার্চ) দুপুর ২ টায় দলের সভানেত্রীকে দেখতে অবস্থান নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সামনে। সেখানে ছিলেন নেত্রীর মুক্তির পুর্ব মুর্হুত পর্যন্ত।
খালেদা জিয়ার মুক্তির পর ঘটনাস্থল থেকে তাকে নেওয়ার পর ফিরে আসেন তারা।