দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়ার বৃষ্টিধারা এলাকায় ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সাতটি ঝুট গুদাম পুড়ে দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
খবর পেয়ে আদমজী ইপিজেড, ফতুল্লা, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুপুর ১২টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেলে ৪টা পর্যন্ত আগুনে পুড়েছিল মালামাল।
স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে ফজরের নামাজের পরপরই জালকুড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। প্রথমে আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন তারা। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে শাহ-আলমের মালিকানাধীন মেসার্স গাজী ট্রেডার্সের ৩০ লাখ, কাজল বাহাদুরের মালিকানাধীন মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের ১৫ লাখ, মো. রাজ্জাক ও সজিবের মালিকানাধীন রিসাইকেল ‘র’ নামের প্রতিষ্ঠানের ৬০ লাখ, মো. সেলিমের মালিকানাধীন মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের ১২ লাখ, মো. মিন্টুর মালিকানাধীন মামা-ভাগিনা এন্টারপ্রাইজের ৫০ লাখ, মো. রবিনের মালিকানাধীন আল ফারাহ এন্টারপ্রাইজের ২০ লাখ এবং মো. জাহাঙ্গীরের মালিকানাধীন অনিক-অন্তর এন্টারপ্রাইজের পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সবমিলে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।
ঝুট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জুয়েল প্রধান বলেন, অগ্নিকাণ্ডের এ ঘটনায় সাতটি ঝুটের গুদামের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালিকদের দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, সাতটি ঝুটের গুদামে আগুন লেগেছে। চারটি ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ডাম্পিং করতে সময় লেগেছে। আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।