দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিশ্বজুড়ে ভয়াবহ হয়ে উঠা প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশে প্রতিরোধের অংশ হিসেবে অসহায় দুঃস্থদের মাঝে সাবান,পরিষ্কার ও খাবার সামগ্রী বিতরন করা হয়।
বুধবার (২৫ মার্চ) বিকেলে বন্দর থানাধীন বুরুন্দি এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদলের উদ্যোগে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুলহাস সরকারের সার্বিক তত্বাবধানে তার নিজ বাসভবনে এ বিতরণ করা হয়।
এ সময় বাদল সমর্থক গোষ্ঠীর পক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে ত্রাণ সামগ্রী ও সাবান বিতরণ করা হয়েছে।
এ সময় ত্রাণ নিতে আসা সকলকে প্রথমেই সাবান দিয়ে হাত ধোয়ানো হয় সাবান দিয়ে হাত ধোয়ানো হয় ও করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সচেতনতা মূলক পরামর্শ দেওয়া পরামর্শ দেওয়া হয় এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদের মাঝে সামগ্রীগুলো বিতরণ করা হয়।