দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রূপগঞ্জের চনপাড়া উপজেলায় আগ্নিকান্ডের ঘটনায় রিকশার গ্যারেজ ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানান, দুপুরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের একটি রিকশার গ্যারেজে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা গ্যারেজ মালিক ও ডেমরা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গ্যারেজে থাকা ২৫টি রিকশা ও সাতটি ভ্যান এবং একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ এম এ মান্নান বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গ্যারেজের পাশের ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।