দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে এযাবৎ পযর্ন্ত করোনাভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা তিন তাদের মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপর একজন আইসোলেশনে রয়েছেন। ইতিমধ্যে এ জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৫২ জন। আর ২৪ ঘন্টায় যুক্ত হয়েছেন ১৫ জন।হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩৯ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪২ জন ছাড়পত্র পান।
রোববার (২৯ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দেয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তারা আরও জানান, ১ মার্চ থেকে এ পর্যন্ত বিদেশ থেকে মোট এসেছেন ৫হাজার ৯শ ৬৮ জন। ঠিকানা ও অবস্থান চিহ্নিত বিদেশফেরত ব্যক্তির সংখ্যা মোট ২৮০ জন।
সরকারি চিকিৎসাকেন্দ্র ছয়টি, কোভিড-১৯ চিকিৎসায় প্রস্তুতকৃত বেড ৩০টি, চিকিৎসকের সংখ্যা ৯০ জন, নার্সের সংখ্যা ১৭৩ জন। বেসরকারি চিকিৎসাকেন্দ্র ৭২টি, কোভিড-১৯ চিকিৎসায় প্রস্তুতকৃত বেড ৭২টি, চিকিৎসকের সংখ্যা ১০০ জন, নার্সের সংখ্যা ১৮০ জন। পিপিই বিতরণ করা হয়েছে ৪৪৮টি।