দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমসঃ লকডাউন উপেক্ষা করে বের হওয়ার অপরাধে নাইজেরিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নাইজেরিয়ার দক্ষিণের রাজ্য ডেলটার ওয়ারি শহরে স্থানীয় বাসিন্দা জোসেফ পেসুকে গুলি করে হত্যা করে সেনা সদস্যরা।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির কয়েকটি স্থানে জারি করা হয়েছিল লকডাউন। লকডাউন কার্যকরে মাঠে নামানো হয়েছিল সেনাবাহিনী। আর যে শহরে হত্যার ঘটনা ঘটেছে সেই ডেলটার ওয়ারি শহরেও লকডাউন চলছিল। ওই সেনাদল এলাকাটিতে লকডাউন কার্যকরে নিয়োজিত ছিল।
সরকার থেকে লকডাউনের কড়াকড়ির ব্যাপারে জানানো হয় নাগরিকদের। কিন্তু এর মাঝেও বাড়ি থেকে বের হওয়ায় জোসেফ পেসুককে গুলি করে হত্যা করা হয়েছে।
ডেলটার ওয়ারি শহরের মুখপাত্র ওনোম ওনোওয়াকপোয়েইইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ঘটনাটি ঘটনার পর তরুণরা বিক্ষোভ করেছে। তারা রাস্তায় আগুন জ্বালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে গুলি করে হত্যা করার অপরাধে শুক্রবার ওই সেনাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে নাইজেরিয়াতে এখন পর্যন্ত ২১০ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ৪ জনের। বিশ্বব্যাপী এ ভাইরাসে ১১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর ৫৯ হাজারের বেশি মানুষ এ ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছে।
(আর্ন্তজাতিক ডেক্স)