দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ একটি অরাজনৈতিক সামাজিকজ সংগঠন “We Are” এর পক্ষ থেকে মধ্য বিত্ত, দিরদ্র, দিন মজুরদের মাঝে খাবার সামগ্রী বিতরন করা হয়। সেই সাথে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন না হওয়া পযর্ন্ত তাদের এই উদ্যোগ চলমান থাকবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
এদিকে, সংগঠনটির পক্ষ থেকে মহামারি করোনা ভাইরাসের কারনে সরকার ঘোষিত লকডাইনে বেকার হয়ে পড়া খেটে খাওয়া,মধ্য বিত্ত, অসহায় দিন মজুরদের বাড়িতে ধারাবাহিকতার সহিত খাদ্য সামগ্রী দিয়ে আসা হচ্ছে। সেই সাথে করোনাভাইরাস সংক্রান্ত সর্তকতা মূলক তথ্য ও কয়েকটি স্থানে হাতধোয়ার ব্যবস্থা করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমাদের স্লোগান হচ্ছে “হাতে হাত ধরি | সকলে মিলে,নতুন করে এক জাতি,এক দেশ,হই |এক সাথে বলি We Are (আমরা)۔۔আমি না আমরা| আমরা চেষ্টা করে যাচ্ছি অসহায় মানুষ গুলোর পাশে দাড়াতে। এ দেশে যারা বিত্তবান আছেন তাদেরকে আহবান করবো। আমরা এই মানুষ গুলোর পাশে এগিয়ে আসুন তাদের দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিন। আপনাদের একটু চেষ্টায় কষ্ট থেকে বেঁচে যাবে খেটে খাওয়া এ মানুষ গুলো।