দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় হতদরিদ্র পরিবারে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সোনারগাঁ উপজেলার কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের পাশের ভাসমান ৫০টি পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রান বিতরণ করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।
বাংলাদেশ সেনাবাহিনীর ৪৫ এলএলআরএস ব্যাটালিয়নের মেজর সাজ্জাদুল হাসানের নেতৃত্বে ভাসমান পরিবারে ত্রান বিতরণে কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেন।