দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মহামারি করোনা ভাইরাসের কারনে বিপাকে পড়া অসহায় কৃষকদের জমির ধান কেটে বাড়িতে পৌছে দেয়ার নির্দেশ প্রদান করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল)আবুল কাউছার আশা নির্দেশে মহানগর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বন্দর এলাকায় এ কর্মসূচি পালন করেন।
এ সময় বন্দর থানা এলাকার এক কৃষকের কৃষি জমির ধান কেটে তার বাড়িতে পৌছে দেন দুই সংগঠনের নেতৃবৃন্দ।
এই ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আলতাফ হোসেন ইব্রাহীম, মহানগর ছাত্রদল নেতা ডেবিড সায়েম, জনি হোসেন আরমান, শাওন, সাইফুল ইসলাম সম্রাট, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য মোঃসাদ্দাম, রিফাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।