দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নগরীর ২টি মিষ্টির দোকানকে সামাজিক দুরত্ব বজায় না রাখায়, মৃল্য তালিকা টানিয়ে না রাখায় ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পরিবেশনের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩ মে) দুপুর ১২ টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান ফারুক শহরের ২ নং রেলগেইট এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় ঢাকা সুইট এর মালিক অপু দেবনাথ কে ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের জেল ও হারুন মিষ্টান্ন ভান্ডারের মালিক ললিপ মোদক কে ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান ফারুক সংবাদমাধ্যমকে জানান, সামাজিক দুরত্ব বজায় না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও পরিবেশন করা,মাস্ক ও গ্লাভস না পরায় ২ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। রমজান মাস ও করোনাকে সামনে রেখে এ অভিযান চলমান থাকবে।
এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ইতিপূর্বে একাধিকবার এই দুই মিষ্টের দোকানকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা প্রদান করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী, খাবার পরিবেশন, মাস্ক ও হেন্ড গ্লাভস ব্যবহার না করায়।