দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁ উপজেলায় ২৪ ঘন্টায় ৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৪ জনের রির্পোট পজেটিভ এসেছে বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা শনিবার দুপুরে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া, পিরোজপুর ইউনিয়ন ও পৌরসভার ৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৪ জনের নমুনা পরিক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে। তারা সবাই প্রাপ্ত বয়স্ক। এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ৫১জন, সুস্থ হয়েছেন ২জন উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ২জন।
আক্রান্তের মধ্যে ২জন মোগরাপাড়াইউনিয়নের বাড়ী মজলিশ এলাকায় ১জন বাড়ী চিনিস এলাকায় ১জন, পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় ১জন ও পৌরসভার চিলারবাগ এলাকায় ১জন।
তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২৪১ জনের নমুনা সংগ্রহ হরে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৫১ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ২ জন সুস্থ হয়েছেন।
উপজেলা উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ পর্যন্ত উপজেলায় মোট ৫১জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ মধ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নে ১৪ জন, সুস্থ হয়েছেন ২জন, শম্ভুপুরা ইউনিয়নে ১৪জন, মেঘনা শিল্পাঞ্চলে ৯জন, মোগরাপাড়া ইউনিয়নে ৮জন, কাঁচপুর ইউনিয়নে ৩জন ও পৌরসভায় ৩, সনমান্দি বাংলাবাজার চরলাল এলাকায় স্বামী-স্ত্রীসহ ২জন। এরমধ্যে মোগরাপাড়া ও শম্ভুপুরা মোগরাপাড়া ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ২জন।