দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ এপ্রিল মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফতুল্লার হাজিগঞ্জ এলাকার এইচ আর ফ্যাশন লিমিটেড এর শ্রমিকরা।
রবিবার (১৭ মে) সকাল ১০টায় শ্রমিকরা চাষাড়া শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ ও শহর মিছিল করেছে।
এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র কেন্দ্রিয় নেতা দুলাল সাহা ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন- বৈশ্বিক মাহামারী করোনা বিপর্যয়ের মধ্যে ঈদ-উল ফিতরের ঈদ সামনে রেখে গার্মেন্টস মালিকরা শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস নিয়ে নানা তালবাহানা শুরু করে দিয়েছে। এপ্রিল মাসের বেতন মে মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করার সরকারি নির্দেশনা থাকলেও মালিকরা তা মানছে না। তারা শ্রমিকদের বেতন-বোনাস থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
করোনা দুর্যোগের মধ্যে শ্রমিকরা বেতন না পাওয়ায় তাদের পকেটে কোন টাকা নেই, ঘরে খাবার নেই, আধপেটা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। রোজা রমজানের দিনে রুদ্রের খরতাপ মাথায় নিয়ে এইচ আর ফ্যাশনের শ্রমিকরা তৃতীয় দিনেরমত নারায়ণগঞ্জ শহরের রাজপথে আন্দোলন নেমেছে কিন্তু এখনো পর্যন্ত এই শ্রমিকদের সংকটের কোন সমাধান পাওয়া যায়নি।
কারখানার মালিক জুট সন্ত্রাসীদের দ্বারা শ্রমিকদের মারধরের হুমকি দিয়ে ভয় দেখিয়ে আন্দোলন বানচাল করতে চাইছে। সংকট নিরসনে শিল্প কারখানা সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এই শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস আদায়ে নারায়ণগঞ্জের অন্যান্য গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে হবে। এতে কোন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়দায়িত্ব মালিক ও সরকারকে নিতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের এপ্রিল মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস সহ মে মাসের অর্ধেক বেতন পরিশোধের আহ্বান জানান।