দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ১২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ১ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে জেলা মোট আক্রান্ত হয়েছে ১৭৮৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৬৪ জন। এছাড়া সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে মোট ৪৯২জন।
মঙ্গলবার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানায়।
জেলা সিভিল সার্জন অফিসের সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলায় ৫৬, বন্দর উপজেলায় ৪৪, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৮৫৩, রূপগঞ্জ উপজেলায় ১৫২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৫৬২ ও সোনারগাঁও উপজেলায় ১১৬ জন।
এলাকা ভিত্তিক সুস্থ হওয়ার সংখ্য, আড়াইহাজার উপজেলায় ১৭, বন্দর উপজেলায় ৮, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৩৩২, রূপগঞ্জ উপজেলায় ৫, সদর উপজেলায় ( ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১২ ও সোনারগাঁও উপজেলায় ১৮ জন।
এলাকা ভিত্তিক মারা গেছেন, বন্দর উপজেলায় ১, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৪৪, রূপগঞ্জ উপজেলায় ১, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৫, সোনারগাঁও উপজেলায় ৩ জন এবং আড়াইহাজার উপজেলায় কোন মৃত্যু নেই।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষনা করা হয়।