দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মহামারি করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান।
বুধবার (২০ মে) সকালে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডস্থ এনায়েতনগর এলাকার ৮শ পরিবারের এ সামগ্রী বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক মনজুরুল আলম মুসার সার্বিক তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে সাগর প্রধান বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে একটি টিম গঠন করে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।
করোনার প্রকোপ শুরুর পর থেকেই এলাকাবাসীকে সচেতন করতে মাইকিং করা, লিফলেট বিতরণসহ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করেছি।
এরপরে লকডাউনে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দিয়েছি। শিশুদের জন্যে দুধ এবং গর্ভবতী মায়েদের জন্যে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করেছি।
এছাড়াও করোনায় মৃত ব্যক্তিদের দাফন ও সৎকার করাসহ যে কোন প্রয়োজনে ছুটে বেড়াচ্ছি। বিএনপি জনগনের দল, ক্ষমতায় থাকলেও তারা জনগনের সেবা করে, ক্ষমতায় না থাকলেও তারা সাধারণ মানুষকে ভুলে থাকতে পারেনা।
আমি সেই দলের একজন নগন্য কর্মী হিসেবে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারন করে আগামী দিনের রাজনীতিতে এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমাদের জন্যে দোয়া করবেন।
এ খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির বিএনপির সহ-সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন, মনির হোসেন খান, জাহিদ,
মহানগর যুবদলের কার্যকরী সদস্য সম্রাট হোসেন সুজন, মহানগর তাঁতী দলের আহবায়ক মীর আলমগীর, মহানগর যুবদল নেতা মো: জাকির হোসেন, মো: হুমায়ুন কবির, শাওন মাঝি, মেহেদী হাসান প্রমূখ।