দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রূপগঞ্জের ভুলতা এলাকায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের দুই ভাই নিহত হয়েছে।
বুধবার(২৭ মে) ভোরে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া (২৬) ও রাব্বি মিয়া (১১) যাত্রাবাড়ি থানার উত্তর কাজলা এলাকার ইউসুফ চৌধূরীর ছেলে।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, বুধবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি ট্রাক। এতে পিকআপ ও ট্রাকটি পাশের একটি খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ চালক সুজন মিয়া ও হেলপার তার ভাই রাব্বি মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।