দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁয়ের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর ১৩০ তম তিরোধান উৎসব স্থগিত করেছে জেলা প্রশাসন। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ৩ জুন বুধবার এ তিরোধান উৎসব হওয়ার কথা ছিলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুর ইসলাম জানান, এ বছর করোনার ভয়াবহ পরিস্থিতির কারনে গনজামায়েত হয় এমন সকল প্রকার অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। তার পাশাপাশি সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত হিন্দুধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধক লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবে দেশ-বিদেশের হাজার হাজার লোকের সমাগম ঘটে।
এতে করোনার ভয়াবহতা আরোও বৃদ্ধি পেতে পারে। তাই সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই এ বছর আশ্রম কমিটির সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে জেলা, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ ভাবে সিদান্তে তিরোধান উৎসব স্থগিত করা হয়েছে।
সোনারগাঁ থানার (ওসি) মনিরুজ্জামান জানান, তিরোধান উৎসব স্থগিত করে আশ্রম কমিটির নোর্টিশ দিয়েছেন ও মাইকিং করা হচ্ছে। আশ্রমের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে তার পাশাপাশি আমাদের পুলিশ প্রশাসনও কাজ করছেন।