দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আড়াইহাজারে নিজে বাড়ি থেকে যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হাইজাদী ইউনিয়নের ভিটি কামালদী গ্রামে এ ঘটনা ঘটে।
রবিবার (৭ জুন) দুপুরে নিজ বাড়ি থেকে ১৮ বছরের ওই যুবতীর লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের দিন মজুর তাজিরুল ইসলামের পালিতা কন্যা জনি আক্তার রবিবার দুপুরে তার নিজের শোবার ঘরের আঁড়ার সাথে সকলের অজ্ঞাতসারে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সংবাদ পেয়ে আড়াইহাজার থানার এসআই রুপন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উ্দ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেন।