দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম মাসদাইর বাড়ৈভোগ খানকাসহ আশপাশ এলাকায় গ্যাসের পাইপের মধ্যে পানি আসায় রান্না নিয়ে বিপাকে পড়েছেন অনেক পরিবার। গত এক সপ্তাহ যাবত গ্যাসের এ সমস্যা দেখা দিলেও এর প্রতিকারের ব্যবস্থা নিচ্ছেনা তিতাস গ্যান কর্তৃপক্ষ।
আবেদা নামে এক গৃহিনী জানান, বিসিকসহ আশপাশ এলাকায় বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের ফলে এমনিতেই অত্র এলাকায় গ্যাসের সংকট অন্যান্য এলাকার চেয়ে একটু বেশী। গত এ সপ্তাহ যাবত বাড়ির গ্যাসের পাইপ দিয়ে গ্যাসের চেয়ে পানির চাপ বেড়ে গেছে।
পরিবারের সদস্যদের জন্য ঠিকমত রান্না করতে পারছিনা। চুলার উপর বিভিন্ন খাবার তৈরী করার সময় গ্যাসের পরিবর্তে পানি আসার ফলে চুলা বন্ধ হয়ে যাচ্ছে এবং চুলা রান্না করার জন্য জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
রমিজউদ্দিন নামে একজন জানান,গত কয়েকদিন যাবত ঠিকমত খাবার খেতে পারছিনা। গ্যাসের পাইপে গ্যাসের সাথে পানি আসার ফলে হঠাৎ করেই বন্ধ হয়ে পড়ছে চুলা। আমরা এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষকে অবগত করার পরও তারা কোন ব্যবস্থা নিচ্ছেননা তা মেরামতের বিষয়ে।
তিনি আরও বলেন, বিসিক শাসনগাও এলাকার রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আমাদের এখানকার গ্যাস লাইনটি মুলত সেই রাস্তার দিয়ে এসেছে। সেই বিক্ষত রাস্তাটি দিয়ে ভাড়ি যাহবাহনের কারনে আমাদের এখানকার গ্যাস লাইনের পাইপটি ফেটে গিয়েছে। যার ফলে গ্যাসের পাইপে পানি প্রবেশ করেছে বলেই গ্যাসের পাইপ দিয়ে অনঢ়বরত পানি আসছে। আমরা আমাদের এ সমস্যা সমাধানে দ্রুত তিতাস গ্যাস কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষন করছি।