দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁয়ে একদিনে ৪৪ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪১ টি নতুন নমুনা পরিক্ষা করে ১ জন মহিলার দেহে করোনা সনাক্ত হয়েছে।
এ নিয়ে সোনারগাঁয়ে ৩৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৭৩ জন, মৃত্যু বরণ করেছেন ১৫জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৫৭জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা মঙ্গলবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ ৪৪ জনের নমুনার রির্পোট পেয়েছি তাতে ১ জন মহিলার করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। তিনি পৌরসভার ভবনাথপুর এলাকার।নতুন করে সুস্থ হয়েছেন ৩জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭৩জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৫৭ জন।
সোনারগাঁয়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৪৪ জন। মৃত্যু বরন করেছেন ১৫ জন, সুস্থ হয়েছেন ১৭৩জন।
তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ১৪০০ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৩৪৫ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৫জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ১৭৩ জন সুস্থ হয়েছেন।