দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হলে ১১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।আর মৃত্যু হয়েছে ১ জনের। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংক্ষ্যা দাড়িয়েছে ১০০ জন। আর মোট সুস্থ হয়েছে ১৯৮৬ জন।
শুক্রবার(১৯ জুন) নারায়ণগঞ্জ সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘন্টায় (১৮ জুন সকাল ৮টা হতে ১৯ জুন সকাল ৮টা পর্যন্ত)- এ জেলায় ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২১,৪৯৮ জনের। নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ১১৮ জন, মোট আক্রান্ত ৪৪৯০ জন।
সিভিল সার্জেনের দেয়া নতুন তথ্যানুসারে এলাকাভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৪৩৮, বন্দর উপজেলায় ১৪১, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৫৫২, রূপগঞ্জ উপজেলায় ৮৪৯, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১৩০ ও সোনারগাঁও উপজেলায় ৩৮০ জন। পুরো জেলায় ৪৪৯০ জন।
এলাকাভিত্তিক এ যাবত প্রাণ হারিয়েছে- আড়াইহাজার উপজেলায় ৩, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫৮, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২১, সোনারগাঁও উপজেলায় ১৩ জন। পুরো জেলায় ১০০ জন।
এলাকাভিত্তিক সুস্থের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ১৯০, বন্দর উপজেলায় ৩০, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৯৩২, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৭১ ও সোনারগাঁও উপজেলায় ১৭১ জন। পুরো জেলায় ১৯৮৬ জন।